0
তোমার চোখের দিকে তাকালে আমি থাকতে পারিনা। কেবলই মনে হয় তুমি যদি তোমার সে চোখ আমাকে দিয়ে দিতে। তুমি আমাকে তোমার সে চোখ দিয়ে দিলে কি হত? আমার আর কোন চোখের দরকার হতনা; সব চোখ আমার হয়েছে বলে মনে হত।তুমি একবার বল ভালবাসি, তাহলেই সে চোখ আমার হয়েছে বলে ধরে নেব।তুমি কি কোনদিন কাশি ছিল? যদি থেকে থাক তাহলে আমার সে চোখ আপন হয়েছে বলে আমি ধরে নেব।তুমি কাশি থাকলে সে চোখ আমার আপন না হয়ে কি পারে? কারন, কাশি আমার মাস্তুতো বোনের খালাত জা থাকে।
এবার বল সে চোখ দিয়ে তুমি কি করবে? তুমি যদি সে চোখ দিয়ে তোমার মাকে উঠোনে গোলাপ ছড়ানোর কথা বল তাহলে কম হয়ে যায়না?বরং সে চোখ দিয়ে তুমি তোমার মাকে বল তিনি যেন আমার জন্য সে চোখ দিয়ে তার কোল বালিশের বিনুনি প্রস্তুত করেন।
0
অসাধারণ