0
যেদিকে তাকাই সেদিকে কিছু নেই। কেন? আজ তুমি আমার আছ।তুমি কবে সারাক্ষণ আমার থাকবে? তুমি আমার থাকলে মনে হয় সাগরের জল এমনভাবে উথ্লে উঠেছে যে তাকে আর ধরে রাখা যাবেনা।আজ তুমি আমার ; আজ কি তুমি আমাকে ধরে রাখবে? জানি তুমি পারবেনা; কারন, আজ আমি শুধুই তোমার।
এবার বল তুমি হাস্নাহেনার ফুল ভালবাস কিনা? যদি বল বাসি সেটি এমনভাবে তোমার গলায় জড়িয়ে দেব যে তুমি কোনদিনই খুলতে পারবেনা।
তোমার নামে মালা গেঁথে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল সুপর্ণা। আজ সেই সুপর্ণা অনেক দু’খে আছে। তুমি তাকে কি দেবে বল।
আরো পড়ুন-
- ফ্রি ব্লগস্পট টেমপ্লেট
- লেবুর উপকারিতা ও অপকারিতা
- অপারেটিং সিস্টেম সফটওয়্যার কী?
- ব্লগ তৈরি করার নিয়ম
- ইউটিউব থেকে আয় করার উপায়

0