তোমার পায়ের নূপুর হবো

0

তোমার পায়ের নূপুর হবো
দুলবো পায়ে দিবস যামী।
তোমার চলায় তুলব ধ্বণি
ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম।

আমায় রাখবে যখন তোমার পায়ে
ও দুই কোমল হাতের পাবো পরশ।
পড়বে যখন আলতা পায়ে
থাকবো মেখে তারই সাথে।

যখন চলবে তুমি
তোমার পায়ের ধুলোয় ভরবে আমার দেহ,
কখনও লাগবে তাতে কাঁটা,
তবুও থাকবে না কোনো দুঃখ-
এই জেনে যে, রয়েছি তোমার পায়ে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৫ই মে,২০২৩,রাত, বারুইপুর

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ

#কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ কত গরীব দেখি রোজ না খেয়ে আছে পথেঘাটে পড়ে আছে কেউ নেই কাছে। আপন

রিকশাওয়ালা

গ্ৰামের থেকে কতো মানুষ হচ্ছে শহর মুখে, পেটের দায়ে জীবন তাদের চরম ভাবে দুখে। কোনো ভাবেই রাত যাপনে বস্তির ঘরে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

Leave a Reply