0
তুমি যদি মানুষ না হয়ে অন্য কিছু হতে তাহলে কি আমি তোমাকে ভালবাসতাম?
হ্যাঁ বাসতাম। কারন, তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর ফুল, সবচেয়ে সুন্দর পাখি, সবচেয়ে সুন্দর নদী,এমন কিছু নাই যা তুমি নয়।
কাজেই তুমি শুধু আমার পূজা কর।আমার পূজা করলেই তুমি সব পাবে।
আমার পূজা করলেই তুমি হবে রানী ভিক্টোরিয়া, আমার পূজা করলেই তুমি হবে কলঙ্কিনী কঙ্কাবতী, আমার পূজা করলেই তুমি হবে জগত্তারিনী ক্লিওপেট্রা, আমার পূজা করলেই তুমি হবে অধিষ্ঠাত্রিনী দেবী।
কাজেই তুমি শুধু আমার পূজা কর। আমার পূজার মধ্যেই যে তোমার নিজের পূজা লুকায়িত।
নিজের পূজা যে করেনা সে কখনও মানুষ নয়। কাজেই, you should pray for me and only for me.
0