0
যতবার দেখি ততবারই মুগ্ধ হয়ে যাই; মনে হয়, তোমার মাথায় কত চুল। আসলে কি এত চুল আছে? না, সব চুল কাউয়া নিয়ে গেছে। তাহলে এত চুল মনে হয় কেন? তুমি মনে হয় একদিন আমাকে একটি চুল দিয়েছিলে সে চুল অনেক লম্বা ছিল।
এবার বল সে চুল তুমি কি করেছ?
সে চুল আমি খেয়ে ফেলেছি।
এত বড় চুল খেলে কেন? এত বড় চুল খেলেতো তোমার বমি হবে!
0