0
খুব শব্দ করে হাস তুমি। এত শব্দ করে হাস যে আমি থাকতে পারিনা। আজ আমি তোমাকে একটা অনুরোধ করবঃ তুমি আর এত শব্দ করে হেসোনা, এত শব্দ করে হাসলে সত্যিই আমার খুব খারাপ লাগে।
তাহলে, তুমি বল কি করতে?
তুমি আরেকটু লো ভয়েছে হাসবে।
আচ্ছা ঠিক আছে, এই যে লো ভয়েছে হাসলাম।
না, এটা তো লো ভয়েছ হলনা এটা সেই শব্দ করে হাসা।
তাহলে?
আরকটু লো ভয়েসে হাসতে হবে।
আচ্ছা ঠিক আছে; এবার বল তোমার নাম কি?আমার নাম আবিফ। এটা কে রেখেছে? আমার মা ।
আবিফ একটা নাম হল? তুমি এ নাম বদলে ফেল।
আবারও তুমি সেই শব্দ করে হাসলে।
আচ্ছা ঠিক আছে, আমি তোমার আবিফ নাম মেনে নিলাম।
এতক্ষণে তুমি একটু লো ভয়েসে হাসলে।
এবার বল তোমার মায়ের নাম কি? আবিফি জা।
আবিফি জা তো অনেক সুন্দর নাম।
এতক্ষণে তুমি মোটামুটি লো ভয়েসে হাসলে।
আমি এখন থেকে এই লো ভয়েসেই হাসব।
এতক্ষণে তুমি পুরোপুরি লো ভয়েসে হাসলে।
0