তোমার হাসি (৩)

0

আমি কতবার বলেছি, তুমি হেসোনা।তারপরও তুমি হাসলে! তুমি এই হাসি হাসলে কেন? এই হাসি না হাসলেতো আজ আমাকে মরতে হতনা! তুমি আর কখনও এই হাসি হেসোনা ; কারন, এই হাসি হাসলে সত্যিই আমি মরে যাব।

তোমাকে যারা ভাল বেসেছিল তারা  সব গর্দভ ছিল।  তারা বুঝতে পারেনি তোমার হাসির রহস্য কি। তাইতো তাদের’  জ্বলে পুড়ে  মরতে হয়েছে। আমি কোনভাবেই  মরতে চাইনা; কাজেই বার বার বলছি, তুমি আর এ হাসি কখনও হেসোনা।

আর কোনদিন যদি দেখি তুমি এ হাসি হাসছ তাহলে আমি সজিনাকে বলে দেব তারাদের বাড়ি না আসতে ; কারন, তারাদের বাড়ি আসলে তার এমন মরন হবে যে মরন সে কখনও  কোথাও   দেখেনি।

তোমাকে  একটা কথা বলব, তুমি যদি আর কখনও এ হাসি হাস দেখবে গাছের পাতাও নড়চড় করছেনা।  কাজেই তুমি আর এ হাসি  হাসবেবেনা- এটাই যেন স্বাভাবিক   বিষয় হয়ে দাঁড়ায়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

অস্থির বায়ু

ভারত যদি উল্টো পাল্টা করে একটা শব্দ, নোবেল জয়ী দেশ শাসকের হাতেই হবে জব্দ। বহু বছর দেয় নি জবাব ধরেছি

দেশ ভাগের পর

ভারত কর্তা ফন্দি আঁটে দেশ ভাগের আগ, বঙ্গ দেশটা দুই ভাগেতে করে দিলো ভাগ। সুযোগ পেয়ে সবি নিলো দেশ ভাগের

Leave a Reply