0
আমি কতবার বলেছি, তুমি হেসোনা।তারপরও তুমি হাসলে! তুমি এই হাসি হাসলে কেন? এই হাসি না হাসলেতো আজ আমাকে মরতে হতনা! তুমি আর কখনও এই হাসি হেসোনা ; কারন, এই হাসি হাসলে সত্যিই আমি মরে যাব।
তোমাকে যারা ভাল বেসেছিল তারা সব গর্দভ ছিল। তারা বুঝতে পারেনি তোমার হাসির রহস্য কি। তাইতো তাদের’ জ্বলে পুড়ে মরতে হয়েছে। আমি কোনভাবেই মরতে চাইনা; কাজেই বার বার বলছি, তুমি আর এ হাসি কখনও হেসোনা।
আর কোনদিন যদি দেখি তুমি এ হাসি হাসছ তাহলে আমি সজিনাকে বলে দেব তারাদের বাড়ি না আসতে ; কারন, তারাদের বাড়ি আসলে তার এমন মরন হবে যে মরন সে কখনও কোথাও দেখেনি।
তোমাকে একটা কথা বলব, তুমি যদি আর কখনও এ হাসি হাস দেখবে গাছের পাতাও নড়চড় করছেনা। কাজেই তুমি আর এ হাসি হাসবেবেনা- এটাই যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়।
0