0
মুচি মেথর কামার কুমার
দলিত ডোম সবে,
জাত ও পাতের হিসাব নিয়ে
ব্যস্ত আমরা তবে।
জাতের বিভেদ সৃষ্টি করে
অহম নিয়ে চলি,
মুচি মেথর দেখলে আমরা
মানুষ নাহি বলি।
দলিত আজ বিভেদ ভেদে
ধনীর চোখে তারা,
সমাজ মাঝে নিম্ন পেশার
মানুষ আছে যারা।
মুচি মেথর কামার কুমার
একই রক্তে সৃষ্টি,
জ্ঞানের আলো বিকাশ ঘটাও
রাখো সমান দৃষ্টি।
একই আলো একই বাতাস
সবাই একই ছাদে,
জাতির বিকাশ ক্যামনে হবে
তাদের রেখে বাদে।

0