0
তুমি যদি তুমি না হও তাহলে তুমি কি? তুমি কি আকাশ? না তুমি তো আকাশ নও।তুমি কি পাতাল? না তুমি পাতালও নও।তাহলে তুমি কি? তুমি কি কাঞ্চনজঙ্ঘা? না তুমি কাঞ্চনজঙ্ঘাও নও।তাহলে তুমি কি হঠাৎ জেগে উঠা পাথার? না তুমি… পাথারও নও। তাহলে তুমি কি? তাহলে কি তুমি কিছুই নও? না তুমি সে কিছুও নও।
তাহলে তুমি কি?
তুমি হলে এক বিশাল দেওদানব যা মাটির তল থেকে উঠে সমস্ত মাটি ভেদ করে ফেলে।’আমি কি এমন দানবের জন্যে কখনও অপেক্ষা করেছিলাম? মনে হয় করেছিলাম; তানাহলে সে আজ এত মাটি ভেদ করে উঠল কেন?’
তুমি আর ঐ…. মাটির তলে যেওনা তাহলে আমি সব মাটি ভেদ করে ফেলব।
0