কাঞ্চনজঙ্ঘা’

0

যদি তার নাম হয় সুন্দর তাকে আমি ভালবাসি।

যদি তার নাম হয় অনামিকা তাকে আমি ভালবাসি

যদি সে থাকে  কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কাছে তাকে আমি ভালবাসি।

শুধু তাকে আমি ভালবাসিনা যার নাম নেই,  কাম নেই, বলার মত কোন গল্প নেই, সারাক্ষণ শুধু হাহা হাহা করে।

এমন একজন’ কেউ ভালবাসতে যাবে?  কেউ যাবেনা।কাজেই তাকে আমি ভালবাসি, শুধু তাকে আমি ভালবাসি। সে যেন সারাক্ষণ থাকে, ঐ কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কাছেই থাকে।

একদিন একরাতে দেখা হয়েছিল: এই তুমি কি কর? আমি কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের পাহাড়ের কাছে মিনতি জানাই।তাহলে তুমি থাক, এই কাঞ্চনজঙ্গা পাহাড়ের কাছেই থাক।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা ঘুষ ছাড়া চাকরী কোথায়? আফছানা খানম অথৈ

কবিতা ঘুষ ছাড়া চাকরী কোথায়? আফছানা খানম অথৈ লেখাপড়া শেষ চাকরীর পালা, চাকরী পেলে দু:খ ঘুচবে শান্তি পাবে খালা। পরীক্ষায়

কবি আরিফ হোসেন এর কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল’

আমি মোঃ আরিফ হোসেন বলছি।আমি অনেক দিন এখানে লিখি।আমার একটি কবিতার বই প্রকাশ পেয়েছে। নাম কনকচাঁপা দোদুল দোল। বইটিতে মোট

প্রেম বড় মিষ্টি

যা কিছু আমার সব তোমার, যা কিছু তোমার সব আমার - এমনি করেই যেন দিন যায়।এমনি করে দিন না গেলে

Leave a Reply