0
যদি তার নাম হয় সুন্দর তাকে আমি ভালবাসি।
যদি তার নাম হয় অনামিকা তাকে আমি ভালবাসি
যদি সে থাকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কাছে তাকে আমি ভালবাসি।
শুধু তাকে আমি ভালবাসিনা যার নাম নেই, কাম নেই, বলার মত কোন গল্প নেই, সারাক্ষণ শুধু হাহা হাহা করে।
এমন একজন’ কেউ ভালবাসতে যাবে? কেউ যাবেনা।কাজেই তাকে আমি ভালবাসি, শুধু তাকে আমি ভালবাসি। সে যেন সারাক্ষণ থাকে, ঐ কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কাছেই থাকে।
একদিন একরাতে দেখা হয়েছিল: এই তুমি কি কর? আমি কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের পাহাড়ের কাছে মিনতি জানাই।তাহলে তুমি থাক, এই কাঞ্চনজঙ্গা পাহাড়ের কাছেই থাক।
0