ধনী হতে চেয়েছিলাম।কিন্তু ধনী হতে পারিনি।আজ আমি দুঃখে মরছি। দুঃখ করে কি হবে? ধনী হওয়ার চেষ্টা করে যাই।চেষ্টা করে যদি ধনী হওয়া না যায়? তখন আবার দুঃখ হবে। তাহলে? ধনী হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। একদিন তো ভাবতে পারব ধনী হওয়ার চেষ্টা তো করেছি।
কেউ কোনদিন ধনী ছিল?আহমদ মুসা ধনী ছিল। ধনী হওয়ার পর তিনি বলেছিলেন, আমি চেষ্টা করেছি বলেই ধনী হয়েছি।আমি ও আহমদ মুসার মত চেষ্টা করে যাব। যদি সফল হতে পারি তাহলে বলব, এতদিনে আহমদ মুসা তার স্বপ্ন’ খুঁজে পেয়েছে।
আকাশে যে তারা আছে সে তারা আকাশকে কি বলে? তুমি আছ বলেই আমি আছি। আসলে আকাশ যদি না থাকত তারা কি থাকত? না।তাহলে চেষ্টার মধ্যেই সবকিছু লুকায়িত। তাই চেষ্টা করে যেতে হবে চেষ্টাই যে সবচেয়ে বড় ধনাঢ্যতা।
এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল’ কি গোলাপ ।সেটি এখানে এনে রেখেছেন কে? রামবাবু রায় বাবু।তিনি যদি এখানে এনে না রাখতেন কেউ কি দেখত? না।তাহলে? তিনি এখানে এনে রেখেছেন বলেই সবাই দেখছে। তাই- চেষ্টা চালিয়ে যেতে হবে – চেষ্টার মধ্যেই যে সবচেয়ে বড় ঈশ্বর লুকায়িত থাকেন।
