0
তোমায় যদি না পাই আমি তাহলে কি হবে? দুঃখ হবে।
সে দুঃখের পরিমাণ কতটুক হবে?
আকাশ সমান; আকাশ ছুঁতে ছুঁতে এমন এক আকাশে গিয়ে পৌঁছবে যে আকাশের উপর কোন আকাশ নেই।
তাহলে এমন দুঃখ কি কেউ পেতে চায়?
না, এমন দুঃখ পেতে চায়না।
তাহলে তুমি আমাকে এ দুঃখ দিচ্ছ কেন?
তোমার মনে হয় দুঃখ আছে।
তোমার সে দুঃখ যেন দুখের নাগাল পায়।
0