0
ধর দুই দিনের দুনিয়া ; কোথাও কেউ নেই, সবাই মরে গেছে। তুমি আসলে আমার কাছে বললে বেঁচে থেকে লাভ কি, দুই দিনের দুনিয়া! আমি বললাম দুনিয়া দুই দিনের নয়, দুনিয়া অনেক দিনের, তুমি আমাকে ভালবেসে দেখ।তুমি আমাকে ভালবাসলে এবং বললে, আসলেই দুনিয়া দুিনের নয় দুনিয়া অনেক দিনের। তখন আমি তোমাকে কি বলতাম? তুমি যদি আমাকে আরো ভালবাসতে দেখতে দুনিয়া আরো বড় হয়ে গেছে।
0