0
তুমি যদি আমাকে না বল আমি তোমাকে হ্যাঁ বলে দেব, তুমি যদি আমাকে হ্যাঁ বল আমি তোমাকে না বলে দেব-
এবার বল তুমি কি করবে?
আমি তোমাকে না বলব।
তাহলে আমি তোমাকে হ্যাঁ বলব।
এবার?
তুমি অনেক সুন্দর।
এ জন্যইতো আমি আছি।
এবার বল কাল কি হবে?
কাল তোমাকে আমি হ্যাঁ বলব।
তাহলে আমি তোমাকে না বলব।
এবার?
তুমি অনেক দৃষ্টিকটু
দৃষ্টিকটু হওয়া খারাপ কিছু নয়!
এবা বল পরশু কি হবে?
পরশু কিছু হবেনা।
তাহলে?
কবি নীরব।
নীরবতার বিকল্প কিছু নেই!
এবার বল পরশু শনিবার কি হবে?
সেদিন কিছু হবেনা, এমনকি নীরবতাও হবেনা।
তাহলে?
সেদিন শুধু আকাশ দখব।
আকাশ দেখে কি হবে?
তোমার আকাশে চাঁদ উঠবে, আমার আকাশেও চাঁদ উঠবে।
আমিতো এমন আকাশই চেয়েছিলাম।

0