0
আমার একটি হাত ছিল, আমার একটি পা ছিল, আমার একটি নাক ছিল, আমার একটি চোখ ছিল, আমার দাঁড়িয়ে কথা বলার শক্তি ছিল। কিন্তু আজ কিছু নেই। কিছু নেই কেন? কোন একজন আমার সব কেড়ে নিয়েছে।তাকে আমার মেরে ফেলতে ইচ্ছে হয়।সে যদি বলত তোর কারনে আমার ধান ক্ষেতের ফসল নষ্ট হয়েছে তাহলে আমি কি বলতাম? ধান ক্ষেতের ফসল নষ্ট হোক তারপরও তোকে আমি মারব।
0