0
একবার দেখলে দশ বার দেখতে মন চায় অথচ আজ আমি একবারও দেখিনি, আজ আমার বড্ড খারাপ লাগছে।আবার কবে দেখব সেটাই চিন্তা, আবার না দেখলে যে একটুও ভাল লাগবেনা।
কতকাল বলেছি তুমি আমার সামনে পাহাড়ের মূর্তি হয়ে বসে থাক।মূর্তি হয়ে বসেনি, আজ আমার পাহাড়কে পাহাড় মনে হয়না শুধুই মূর্তি মনে হয়।সে কেন এমন হল- পাহাড় হলনা, শুধুই মূর্তি হল? এ মূর্তি দিয়ে আমি কি করব, ভেঙে চুরে খাব? না, থাক মূর্তি হয়েই বসে থাক দেখি কি হয়!
সাত সাগরে যখন নোনা জল দেখি তখন মন চায় সব জল আমি খেয়ে ফেলি।তাকে দেখলে আমার কিছুই ভাল লাগেনা, তাকেই আমার সবচে’ নোনা মনে হয়।

0