0
এখন রাত কয়টা বাজে? দশটা।দশটা বাজে কি হয়? নয়টার ফুল ফোটে। আজ কি সে ফুল ফুটেছে? না।তাহলে? আজ বিশেষ কোন ঘটনা ঘটেছে। সে ঘটনা’ কি জানতে বড় ইচ্ছে করে। সে ঘটনা যদি হয় কারো বিয়ের ধুম পড়েছে তাহলে কেমন হয়? তাহলেতো অনেক ভাল হয়? কেন? কারন, বিয়ে একটি আনন্দজনক ঘটনা। কিন্তু ঘটনাটি কি আসলে সে রকম? না।তাহলে ঘটনাটি হল দুঃখজনক। দুঃখজনক কি রকম? কেউ কারো পেটে লাথি মেরেছে।
তাহলে? তার পেটেও লাথি মারতে হবে তাতেই নয়টার ফুল দশটায় ফুটবে।
কিন্তু কেউ কি আছে যে তার পেটে লাথি মারবে? না।
তাহলে?
‘নয়টার ফুল দশটায় ফুটল কেন? নয়টার ফুল দশটায় না ফুটলেই তো আজ দশটায় এ প্রশ্ন জাগতনা।’
0