0
ভালবাসা ছাড়া কেউ কি বাঁচে?
না, ভালবাসা ছাড়া কেউ বাঁচেনা।
কেউ যদি ভালবাসা ছাড়া বাঁচত সে মরে যেত।
কেউ মরেনি, তাই ভালবাসা ছাড়া কেউ বাঁচেনা।
আমাকে সবচেয়ে সুন্দর ভালবাসা’ জানিয়েছিল কে?
নাবিলা।
সেই নাবিলাকে আমি ভালবাসি।
নাবিলাকে বলেছি একদিন খুব সকাল আমার বাড়ি আসত।
যদি সে আসে সেদিন জানি কি হবে?
নাবিলাকে নিয়ে সবচেয়ে সুন্দর কবিতা’ লিখেছিল কে?
করিমন।
সেই করিমন আজ মারা গেছে। মারা যাওয়ার সময় বলে গেছে, নাবিলার জন্য আমি মারা যাচ্ছি
আমিও নাবিলার জন্য মারা যাব তবু নাবিলাকে আমার চাই।

0