0
চলো মোমিন আযান দিলে
নামাজ পড়ি সবে,
রোজ- হাশরে নামাজ শুধু
ঢাল স্বরুপে রবে।
নামাজ রাখে মোদের দূরে
কুচিন্তাটা থেকে,
নামাজ পড়ো চিনবে নবী
নুরের জ্যোতি দেখে।
নামাজ পড়ো মোমিন গণে
সঠিক দিশা পাবে,
নামাজ ছাড়া জান্নাতে যে
কেমন করে যাবে।
নামাজ গুণে সঠিক রবে
ঈমান করো খাঁটি,
হালাল পথে অটল থেকে
দ্বীনের পথে হাঁটি।
নামাজ দিয়ে দিনের শুরু
করো মোমিন গণে,
নামাজ শেষে করবো দোয়া
দুহাত তুলে মনে।
আরো পড়ুন-

0