নামাজে শান্তি

play icon Listen to this article
0

চলো মোমিন আযান দিলে
নামাজ পড়ি সবে,
রোজ- হাশরে নামাজ শুধু
ঢাল স্বরুপে রবে।

নামাজ রাখে মোদের দূরে
কুচিন্তাটা থেকে,
নামাজ পড়ো চিনবে নবী
নুরের জ্যোতি দেখে।

নামাজ পড়ো মোমিন গণে
সঠিক দিশা পাবে,
নামাজ ছাড়া জান্নাতে যে
কেমন করে যাবে।

নামাজ গুণে সঠিক রবে
ঈমান করো খাঁটি,
হালাল পথে অটল থেকে
দ্বীনের পথে হাঁটি।

নামাজ দিয়ে দিনের শুরু
করো মোমিন গণে,
নামাজ শেষে করবো দোয়া
দুহাত তুলে মনে।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

ভালবাসার নাম কি?

যারা শুধু ভালবাসে মরেনা তারা কভু ভাল বাসেনা আমি তোমায় ভালবাসি, মরবে কি? না মরলে বলব 'বেঁচেছি'।

Leave a Reply