কখনও আমাকে কেউ নাম ধরে ডাকেনি।যে নামে আমাকে ডাকে সেটি অন্য একজনের দেওয়া। একদিন একজনকে বললাম, তুমি আমাকে এ নামে ডাকছ কেন? বলল, তোমার নামইতো এটা।আমার বাবারও নাকি ভিন্ন এক নাম ছিল যে নামে সবাই তাকে ডাকত।
আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমার এ নাম হল কেন? বলল, তোমার এ নাম তোমার রেখেছে তাই।অথচ আমার এ নাম আমার মা রাখেনি।
আমি যেখানে যাই এ নাম নিয়ে ভাবি, যদি আমার এ নাম না হয়ে ভিন্ন একটি নাম হত!
কল্পনাতে দেখেছি স্বর্গের অপ্সরীকে কেউ অপ্সরী বলে ডাকেনা, ডাকে অ্যাফ্রোদিতি বলে।আমাকে যদি কেউ অ্যাফ্রোদিতি বলে ডাকত।
আমি একদিন একজন কথা দিয়েছিল, তাকে যদি তিন গ্লাস পানি খাওয়াই তাহলে সে ……… নাম ধরে ডাকবে।কিন্তু সে তিন গ্লাস পানি খেয়ে চলে গেছে, …. নাম ধরে ডাকেনি।
আমি ঠিক করেছি আমি আমার এ নাম চেঞ্জ করে ফেলব, তখন নিশ্চয়ই সবাই সে নামে ডাকবে। কিন্তু তেমন একটি নাম কোথায় পাব।শুনেছি দয়াবান দয়াল রসিয়ারও নাকি সুন্দর একটি নাম নেই। এজন্য তিনি……. রসিয়া নাম নিয়েছেন।
এখন কথা হল সুন্দর নাম যদি না থাকে তাহলে নামের কেন জন্ম হল? নামের যদি কোন নাম না থাকত তাহলেতো কেউ তারে নাম ধরে ডাকতনা।