0
আমাকে কেউ ভালবেসেছিল
আমার কেউ কাছে এসেছিল
আমার গান কেউ গেয়েছিল।
সে কি বলবে আমায়?
কেউ যদি বল আমি সে নাম মুখস্ত করব।
সে নাম মুখে মুখে ফিরবে। আমি শুধু বলব, ‘ এ আমার নাম, এ আমার নাম ‘। আমার নতুন নাম হবে।
সে নামের জন্য অপেক্ষা করেছি হাজার বছর। আজ সে নাম আসল, আজ কি বলি? এ আমার হাজার বছর নয়, এ আমার মাত্র একদিন।

0
লেখালেখির চর্চা চালিয়ে যান। ভাব আবেগ রোমান্টিকতা ইত্যাদি নিয়ে আরও গবেষণা করুন।
নেগেটিভ মন্তব্য না দেওয়াই ভাল।
নেগেটিভিটি ( নেগেটিভ মন্তব্য) বাদ দিয়ে চলার চেষ্টা করবেন।
আগে বেশী বেশী পড়ার চেষ্টা করুন। তারপর লেখা শুরু করুন। আপনি কী লিখেছেন তা যদি পাঠক বুঝতে না পারে তাহলে আপনার লেখা লিখে লাভ কী?
আমার পাতায় না আসার অনুরোধ রইল।