0
নারী তোমার চোখ সুন্দর, ঠোঁট সুন্দর, নাক সুন্দর, শুধু সুন্দর নয় তোমার চুল।কারন, তোমার চুল অনেক বেশি লম্বা। তুমি যদি এ চুল কেটে একটু ছোট করে রাখ তাহলেই তুমি প্রকৃত নারীতে পরিণত হবে। তাহলে কি এর আগে কেউ নারী ছিলনা? না।তাহলে….. চুল কেটে ছোট করে রাখা হবে। এতক্ষণে তুমি প্রকৃত নারীর মত কথা বললে।
এবার বল প্রকৃত নারীরা আর কি করে?
মানুষ দেখলে হাসেনা, পাখি দেখলে গায়না, নদী দেখলে বয়ে যায়না।
তাহলে এগুলো সব করা হবে।
এতক্ষণে তুমি প্রকৃত নারী হয়ে উঠলে।
আরো পড়ুন-
0