0
আমাকে যারা নিঃস্ব করেছে তাদের’ আমি ভুলতে পারিনা।আমি বার বার বলি,’ তুমি যদি আমাকে নিঃস্ব না করতে আমি কোথায় যেতাম? তুমি নিঃস্ব করেছ বলেইতো আমি বেঁচে আছি ‘। তবে সবচেয়ে বেশি নিঃস্ব করেছে যে সে আমার অনেক কাছের মানুষ। তাকে বলেছি,’ তুমি যদি কখনও দড়িগাছা নিয়ে বাঁশতলে যাও আমিও যাব, দুজন একসঙ্গে মরব,।
নিঃস্বকে যে নিঃস্ব বলেনা সে কখনও নিঃস্ব নয়।কাজেই সবাই নিঃস্ব হওয়ার চেষ্টা কর।
0