নিষেধাজ্ঞা !

0

নিষেধাজ্ঞা !

=============

মোঃ রহমত আলী

================

প্রাণ ভরে নিশ্বাস নিতে

এখন হয়েছে নিষেধাজ্ঞা।

অন্ধ বিশ্বাস এর সনে তাই

তারা করেছে বিশ্বাসঘাতকতা।

বিষয় বিবরণ বুঝাতে গিয়ে

হয়েছে স্বীকার সে বর্বরতার।

বর্ণ-বিহীন সেই বইয়ের পাতায়

সাক্ষ্য দিতে হলে একটাই।

 

কৈফিয়ৎ দিতে হলে তাই তার

ভালোবাসা রচনায়, একটাই

শুধুই যে ভুল হয়ে ছিলে আমার।

ভালোই নটের এ বিচার,প্রেমের

সংসার করার জন্য,দিতে হলো

আবার জবানবন্দি একাই তার।

 

জয়ের জ্বালামুখে চলতে হচ্ছে

সকল নিষেধাজ্ঞা মেনেও-না-মেনে

উপেক্ষা করে চলতে-ই হচ্ছে।

যা পচে-গেছে, গলে-গেছে,

তাকে সিল্কের কাপড়ে গাঠরি বেঁধে,

একাই আমায় পূজতে হচ্ছে।

হেরে গিয়েও আমি জয়ের

উল্লাস-মানাই,নিষেধাজ্ঞার ওপারে

বসে আমি কবিতা লিখে যাই।

 

নিঃশ্বাসের বিষে ভরা

দীর্ঘশ্বাস যার, কেউ তাই

মহা ঔষধ ভেবে গ্রহণ করে যায়।

জানে না সে নীলনদের

ভাসমান পদ্ম, কতদূর আর

আছে তার সীমারেখার গন্তব্য।

সীমাহীন এত সব মন্তব্য,

সুষম চরিত্রের সনে কি তার সম্বন্ধ।

 

নিষেধাজ্ঞার জালে বাঁধা

শোষণের সহানুভূতি,নেই যবে

মানব বিবেকের কোন অনুভূতি।

তবু বর্ষপূর্তি ঘটে-ই চলেছে,

যুগে যুগে যুগান্তকারী,সময়

জোয়ারের স্বাধীন ধারা বেগে।

 

২৩.০৫.২০১১

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

mdrahmatali Rahmat Ali

Author: mdrahmatali Rahmat Ali

আস্সালামুআলাইকুম mdrahmatali566.blogspot.com

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply