নিষেধাজ্ঞা !

0

নিষেধাজ্ঞা !

=============

মোঃ রহমত আলী

================

প্রাণ ভরে নিশ্বাস নিতে

এখন হয়েছে নিষেধাজ্ঞা।

অন্ধ বিশ্বাস এর সনে তাই

তারা করেছে বিশ্বাসঘাতকতা।

বিষয় বিবরণ বুঝাতে গিয়ে

হয়েছে স্বীকার সে বর্বরতার।

বর্ণ-বিহীন সেই বইয়ের পাতায়

সাক্ষ্য দিতে হলে একটাই।

 

কৈফিয়ৎ দিতে হলে তাই তার

ভালোবাসা রচনায়, একটাই

শুধুই যে ভুল হয়ে ছিলে আমার।

ভালোই নটের এ বিচার,প্রেমের

সংসার করার জন্য,দিতে হলো

আবার জবানবন্দি একাই তার।

 

জয়ের জ্বালামুখে চলতে হচ্ছে

সকল নিষেধাজ্ঞা মেনেও-না-মেনে

উপেক্ষা করে চলতে-ই হচ্ছে।

যা পচে-গেছে, গলে-গেছে,

তাকে সিল্কের কাপড়ে গাঠরি বেঁধে,

একাই আমায় পূজতে হচ্ছে।

হেরে গিয়েও আমি জয়ের

উল্লাস-মানাই,নিষেধাজ্ঞার ওপারে

বসে আমি কবিতা লিখে যাই।

 

নিঃশ্বাসের বিষে ভরা

দীর্ঘশ্বাস যার, কেউ তাই

মহা ঔষধ ভেবে গ্রহণ করে যায়।

জানে না সে নীলনদের

ভাসমান পদ্ম, কতদূর আর

আছে তার সীমারেখার গন্তব্য।

সীমাহীন এত সব মন্তব্য,

সুষম চরিত্রের সনে কি তার সম্বন্ধ।

 

নিষেধাজ্ঞার জালে বাঁধা

শোষণের সহানুভূতি,নেই যবে

মানব বিবেকের কোন অনুভূতি।

তবু বর্ষপূর্তি ঘটে-ই চলেছে,

যুগে যুগে যুগান্তকারী,সময়

জোয়ারের স্বাধীন ধারা বেগে।

 

২৩.০৫.২০১১

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

mdrahmatali Rahmat Ali

Author: mdrahmatali Rahmat Ali

আস্সালামুআলাইকুম mdrahmatali566.blogspot.com

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

Leave a Reply