0
যদি এমন হয় তুমি কোন একদিন হারিয়ে গেলে নীল নদীর পাড়ে তখন আমি কি করব? কেঁদে কেঁদে ফিরব।বলব, আমার আমার নীল নয়না’ এনে দাও, আমার নীল নয়না’ এনে দাও। কেউ যদি এনে না দেয় আমি তিরস্কার করব।তারপর আমি হারিয়ে যাব নীল নদের দেশে সেখান থেকে তোমাকে খুঁজে বের করব।
বলব, এইতো সেদিন তুমি আমার ছিলে, আজ কেন হারিয়ে গেলে? যদি বল, আমি তোমার ডাঙার ফুল হতে চাইনি তাহলে বলব, “তবে কেন একদিন কাঁটা হয়ে বিঁধেছিলে?তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে যমুনা পাড়ের নদী তিরোবতী।সে তোমাকে পায়নি তাইতো সে আমার কাছে তোমার কথা বলেছে।আজ তুমি এ কথা বলছ কেন?” এ কথার পরে তুমি যদি নতুন কোন উত্তর দাও আমি তোমাকে বুকে জড়িয়ে ধরব।বলব, “তুমি যদি নীল নদের পাড়ে হারিয়ে না যেতে আজ কি এমন হত? তুমি আবার নীল নদীর পাড়ে হারিয়ে যাও। “
0