0
আমি তার জন্য কাঁদি, তার ছবি আঁকি। কিন্তু সে আসেনা।কোথায় আছে কেমন আছে তাও জানিনা।তার নাম বুঝি বনলতা সেন তাও জানিনা। একদিন দেখেছিলাম পথের ধারে আম কুড়াতে; এই আম কুড়াও কেন? আম কুড়াতে আমার ভাল লাগে ; সেই যে গেল আর ফিরে এলনা।সে থলিতে ভরে রাখে নাকি কাড়ি কাড়ি টাকা, তাও দেখিনি।তাহলে তাকে আমি এত ভালবাসি কেন? সে বুঝি স্বপ্নে আমাকে দেখেছে, দূর চরাঞ্চলে দেখেছে, নুড়ি পাথরের সাথে খেলা করতে দেখেছে।
যদি কোনদিন আসে বলব, “এতদিন কোথায় ছিলে তোমার জন্য রাতবিরাত জেগে অপেক্ষা করি, এতদিনে বুঝি আসার সময় হল, এসেছো যখন আর কখনও যাবেনা সেই কথাটি কয়ে যাও!”

0