0
আমি এক পথশিশু। আমার ঘর নেই, দুয়ার নেই, ঘুমাতে যাওয়ার রাস্তা নেই। আমাকে দেখলে সবাই হা হা করে।হা হা করে আর বলে, ‘এর জন্ম হয়েছে কেন! এর জন্ম হয়েছে কেন!’ আসলে আমার জন্ম হয়েছে কেন? আমার জন্ম হয়েছে পৃথিবীর মানুষের খোরাক হওয়ার জন্য। তাদের খোরাকতো হই তারপর’ও খোরাক হতে পারিনা কেন? আমি মনে হয় কোন খোরাক নই।
0