0
এসো মানব ডাক হাকিলে
পবিত্র সেই ঘরে,
সেজদা করো আপন মনে
মহান প্রভুর তরে।
সেজদা মাঝে কল্যাণ কামি
পথের দেখা পাবে,
সেই পথেই যে গমন করলে
স্বর্গের দিকে যাবে।
এমন উত্তম পথরে সন্ধান
মোদের নবী দিলো,
সেই পথের ঐ পথিক তিনি
যাচন নবী ছিলো।
মনের কলুষ পাপ মোচনের
নিজের শুদ্ধ করো,
সময় থাকতে চলো মুসলিম
স্বর্গের সিঁড়ি ধরো।
আসবে যেদিন শেষ কদম যে
রবে বেজায় বেশে,
সেই পথের ঐ যোজনা স্বর্গে
রাখো কদম হেসে।
0
অসাধারণ
ভালো লিখেছেন কবি