0
শিরোনাম – পরিবর্তিত পাঠক
কলমে – সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী
তারিখ – ০৯.০৪.২৩
আগেই বোধহয়, ছিলো ভালো
নেটের ছিলো না রাজ।
সময় পেলে, সাহিত্য চর্চা
বাঙালির আর এক কাজ।
মোড়ের মাথার, চায়ের দোকান
সকাল থেকে ভিড়।
চা এর সাথে, নামতো হেসে
গানের কথা আর মীর।
পাঠক সমাজ, আজো আছে
নেই ভেতর জাগা টান।
একটা কিছু, সৃষ্টি করেই
চাই সমাজ উঁচু মান।
সম্মান আর টাকাকড়ি
বইয়ের মজ্জায় ফাঁক।
স্কুলের পড়াই,ভীষণ চাপের
গল্পের বই না হয় থাক।।
আরো পড়ুনঃ

0