0
গাছ-পালা,নদী-নালা ছড়িয়ে আছে বেশ,
এসব নিয়েই আমাদের সুন্দর পরিবেশ।
প্রতিদিনই মোরা করছি পরিবেশ দূষণ,
পরিবেশের ওপর করি কত শোষণ।
আশেপাশে জীব-জড় আছে যত আকার,
পরিবেশ দূষণগুলো হলো চার প্রকার।
আমাদের সুস্থ থাকতে হলে পরিবেশের যত্ন নেওয়া দরকার।

0