1
আমরা প্রত্যেকেই আকাশ ছোঁয়ার মতো স্বপ্ন দেখে থাকি।যার যার স্বপ্ন তার তার কাছে অনেক মূল্যবান।এই মূল্যবান স্বপ্নকে ঘিরে থাকে আমাদের পরিবার,প্রিয় মানুষ,শখ আরো নানা জিনিস।
কিন্তু আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের দেখা স্বপ্নের বাঁধা হয়ে দাঁড়ায়;আর ঠিক তখনই আমরা ভেঙে পড়ি।ভেঙে না পড়ে যদি আমরা কঠিন সময়টির সাথে মোকাবেলা করি তাহলেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যটিকে ধরতে পারবো।পরিস্থিতি অনুকুলে থাকুক বা না-ই থাকুক,স্বপ্ন আপনার আর আপনাকেই ঠিক করতে হবে পরিশ্রম দিয়ে নিজের স্বপ্ন পূরণ করবেন নাকি পিছু হোটে যাবেন।শেষে একটি কথাই বলবো জন্ম থেকেই কেউ মেধা নিয়ে আসে না,শ্রমের বিনিময়ে যেই ফলাফল পাওয়া যায় তাকেই মূলত মেধা হিসেবে অ্যাখ্যা দেওয়া হয়।

1