0
বছরের পর বছর, মাসের পর মাস ভালবাসি।কিন্তু কেউ ভালবাসেনা।
একদিন একজন বলেছিল ভালবাসবে।কিন্তু সেও ভালবাসেনি।
আজ তার নাম সুন্দর। একদিন নাম ছিল অনামিকা। তাকে বলেছি ভালবাসতে।কিন্তু সেও ভালবাসেনি।
একজনকে জিজ্ঞেস করলাম, কাকে ভালবাসলে এ জীবন সুন্দর। বলল, আকাশের দিকে তাকিয়ে থাক, সেখানে একজনের নাম ভেসে উঠে, তার নাম মুখস্ত কর।তার নাম মুখস্ত করেছিলাম কিন্তু সেও ভালবাসেনি।
হাজার বছর আগে জন্মেছিলেন কবি যোগীন্দ্র নাথ রায়। তিনি বলেছিলেন, তোমাকে একজন ভালবাসবে।কিন্তু সে কি ভালবেসেছিল? না, সেও ভালবাসেনি।
নতুন নামে ডাকতে চাই যারে সে বলে ‘পর’ ‘পর’। বলে, পর না ভাবলে যে আমার সব পর হয়ে যায়।
এত যে চাওয়া, এত যে পাওয়া তার প্রতিদান দেওয়ার মত কে আছে? কেউ নাই। তাইতো সব ‘পর’।

0