0
পাখির বাসার মত চোখ ছিল কার? পাখির বাসার মত চোখ ছিল আমার প্রিয়া সুনিত্রা মিত্রর। সে চোখ দিয়ে সে আমাকে দেখত,আমার গান গাইত, আমাকে না দেখলে হুমড়ি খেয়ে পড়ত, একদিন যদি আমাকে না দেখত বলত কতদিন দেখিনি।
আজ সে কোথায় যেন চলে গেছে; তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা।সে বলতেছে, ‘সে আর আসবেনা; সে সেখানেই থাকবে ‘।
আমি বলি, ‘তুমি ফিরে আস, বার বার ফিরে আস; তুমি ফিরে না আসলে কি হয়!’
0