আমিও পাগল তুমিও পাগল।অথচ আমাদের মধ্যে ভালবাসা হলনা। আমাদের মধ্যে ভালবাসা হলে কি না হতঃ ‘আমরা একে অপরকে ধরে গলাগলি খেতাম।আমাদের নিয়ে সবাই হাসত।আমরা বলতাম, ঐ তুই হাসছিস্ কেন্? বলত, দুই পাগলের কান্ড দেখে। আমরা বলতাম পাগল কয়জন হতে পারে!
তোমাকে নিয়ে গল্প হত, তুমি এক পাগলের প্রেমিক। আমাকে নিয়ে গল্প হত, আমি এক পাগলের প্রেমিক। আমরা বলতাম, পাগল তো পাগলের জন্যই পাগল হবে!
আমরা দুজন একসাথে বেড়াতে যেতাম।আমাদের দেখে কোন এক পাগল বলত, ঐ যে পাগলের দল! আমরা বলতাম, পাগল না হলে কেউ পাগল বলে!
তুমি আমার কাঁধে লাল জবা ফুল গুঁজে দিতে, আমি তোমার কাঁধে লাল জবা ফুল গুঁজে দিতাম।আমাদের বলত, এক পাগল আরেক পাগলের কাঁধে লাল জবা ফুল গুঁজে দিয়েছে! আমরা বলতাম, পাগল তো পাগলের কাঁধেই লাল জবা ফুল গুঁজে দিবে!
তুমি রাত নিশীথে আমার জন্য পথের ধারে দাঁড়িয়ে থাকতে, আমি রাত নিশীথে তোমার জন্য পথের ধারে দাঁড়িয়ে থাকতাম।সবাই বলত, এক পাগল আরেক পাগলের জন্য ঘর-বাড়ি ছেড়েছে! আমরা বলতাম, পাগলের কি কোন ঘর-বাড়ি থাকে?
আমাদের নিয়ে গল্প হত, এক পাগল আরেক পাগলকে নিয় গল্প করছে। আমরা বলতাম, পাগল তো পাগলের গল্পই করবে!’
কিন্তু ঘটনা হচ্ছে, আমরা এখনও সেই পাগলের দেখা পাইনি যে পাগল রামখাল বিলে দৌড়াদৌড়ি করে। কারন, সেই পাগল হতে না পারলে কেউ বলবেনা, এরা সত্যিকারের পাগল হয়েছে।সেই পাগল কোথায় আছে কেউ কি বলতে পারবে? যদি পারে দেখতে যাব! দেখব, সে কি শিকল দিয়ে বাঁধা না ছুটাছুটিতে ব্যস্ত!
এইসব পাগলদের কে এখানে লিখতে দিয়েছে? এই ওয়েবসাইটে কি কোনো অ্যাডমিন নেই?
পাগল হলাম কেন?
আপনি কি আপনার লেখা কখনো পড়েছেন? কীসব পাগল ছাগলদের লেখা!! লেখার আগাগোড়া কিছু আছে? এইসব লেখা কি কোনো সুস্থ মানুষ লিখতে পারে?
আপনি কখনও হুমায়ূন আহমেদ এর লেখা পড়েছেন? ওনার লেখা পড়লে হাসা আসে। তাই বলে কি উনি পাগল ছিলেন?