0
যদি এমন হয়, তুমি একদিন শুনতে পেলে আমি আর তোমাকে ভালবাসিনা তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই পাগলের মত হয়ে যাবে। আজ আমি ভাবছি আজ কেন তুমি সে পাগলের মত হওনা।ও বুঝেছি, আজ তুমি ভাবছ আজ তোমাকে আমি ভালবাসি?না না আজ তোমাকে আমি ভালবাসিনা।তাহলে?দেখাওতো তুমি কতটা পাগল।
আমার একটুও পাগল হবার সম্ভাবনা নেই । তাহলে- তুমি আসলেই পাগল।
0