পাবে কৃতকর্মের লেশ

0

হে প্রশান্ত —-আত্মা রবের
দিকে ফিরে যাও,
সন্তোষ প্রকাশ করো রবের
নিয়ামত যা পাও।

মানুষ যখন নিয়ামত বেশ
পরিপূর্ণ পায়,
তখন মানুষ —রবের জন্য
খুশি হয়ে যায়।

তখন শোকর আদায় করে
এবং সন্তুষ্ট হয়,
আবার যখন –ছিনিয়ে নেয়
সে সন্তুষ্টি নয়।

মানুষ কে’ রব এভাবেই যে
যাচাই করে নেন,
এমন ভাবে —আরশ থেকে
বিলিয়ে সব দেন।

অভাবগ্রস্ত —এতিম জনের
যিনি করেন হেয়,
রব যে তাকে —–কৃতকর্মের
তার’ই প্রাপ্য দেয়।

অভাবগ্ৰস্তের পাশে যায় না
ফিরিয়ে নেয় মুখ,
তখন সেই মানুষ গুলো পায়
রবের থেকে দুখ।

আর ওয়ারিশ সম্পদ থেকে
যে বঞ্চিত হয়,
সম্পদ ভীষণ ভালো -বাসো
যদি করতে ভয়!

প্রচন্ড জোরে কম্পন হবেই
তখন হবে শেষ,
সবার সামনে —ফুটে উঠবে
কৃতকর্মের লেশ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

One Reply to “পাবে কৃতকর্মের লেশ”

Leave a Reply