0
হে প্রশান্ত —-আত্মা রবের
দিকে ফিরে যাও,
সন্তোষ প্রকাশ করো রবের
নিয়ামত যা পাও।
মানুষ যখন নিয়ামত বেশ
পরিপূর্ণ পায়,
তখন মানুষ —রবের জন্য
খুশি হয়ে যায়।
তখন শোকর আদায় করে
এবং সন্তুষ্ট হয়,
আবার যখন –ছিনিয়ে নেয়
সে সন্তুষ্টি নয়।
মানুষ কে’ রব এভাবেই যে
যাচাই করে নেন,
এমন ভাবে —আরশ থেকে
বিলিয়ে সব দেন।
অভাবগ্রস্ত —এতিম জনের
যিনি করেন হেয়,
রব যে তাকে —–কৃতকর্মের
তার’ই প্রাপ্য দেয়।
অভাবগ্ৰস্তের পাশে যায় না
ফিরিয়ে নেয় মুখ,
তখন সেই মানুষ গুলো পায়
রবের থেকে দুখ।
আর ওয়ারিশ সম্পদ থেকে
যে বঞ্চিত হয়,
সম্পদ ভীষণ ভালো -বাসো
যদি করতে ভয়!
প্রচন্ড জোরে কম্পন হবেই
তখন হবে শেষ,
সবার সামনে —ফুটে উঠবে
কৃতকর্মের লেশ।

0
ভালো লিখেছেন কবি