পুড়ে হব ছাই

0

আজ আমি এসেছি তোমার দুয়ারে
প্রেমের জন্য ভিক্ষা চাই
ফিরিয়ে দিও না আমাকে।
আজ আমি বলতে চাই অতীতের কথা
দশটি বছর চেপে রেখেছি
বিরহের সব ব্যাথা।
অপেক্ষা আর ধৈর্য ধরে ছিলাম তোমার জন্য
তোমায় পেলে সুখী আমি, এ জীবন হবে ধন্য।
তোমার জন্য মনের মাঝে নতুন ঘর বেঁধেছি
স্বপ্নে আমি নদীর বুকে নৌকার মাঝি হয়েছি।
একবার বলো তুমি আমায় দিবে মন
তবেই আমি ফিরে পাবো অমূল্য ধন।
গভীর রাতে স্বপ্নে দেখি তোমার মুখখানি
তাইতো তোমায় এ জীবনে আপন হিসেবে জানি।
প্রেমের আগুনে জ্বলছি আমি
পুড়ে হব ছাই,
তোমায় ছাড়া ব্যর্থ আমি,
তুমি ছাড়া কিছু নাই।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দেশ দরদী দেশে সুন্দর

দেশ দরদী দেশে সুন্দর বন্যেরা যে বনে, দেশদ্রোহীগণ বনের পশু বলবে জনে জনে। দেশের প্রতি অগাধ মায়া মনটা তাহার খাঁটি,

মৃত্যু তেমন সত্য

শশী, দিনমণি, ধরণী যেমন সত্য পাহাড়, নির্ঝর, সাগর যেমন সত্য অনন্তলতা, অলকানন্দা, নিশিগন্ধা যেমন সত্য সমুদ্রবল্লভা, ঝটিকা যেমন সত্য গগন,

Leave a Reply