পুড়ে হব ছাই

play icon Listen to this article
0

আজ আমি এসেছি তোমার দুয়ারে
প্রেমের জন্য ভিক্ষা চাই
ফিরিয়ে দিও না আমাকে।
আজ আমি বলতে চাই অতীতের কথা
দশটি বছর চেপে রেখেছি
বিরহের সব ব্যাথা।
অপেক্ষা আর ধৈর্য ধরে ছিলাম তোমার জন্য
তোমায় পেলে সুখী আমি, এ জীবন হবে ধন্য।
তোমার জন্য মনের মাঝে নতুন ঘর বেঁধেছি
স্বপ্নে আমি নদীর বুকে নৌকার মাঝি হয়েছি।
একবার বলো তুমি আমায় দিবে মন
তবেই আমি ফিরে পাবো অমূল্য ধন।
গভীর রাতে স্বপ্নে দেখি তোমার মুখখানি
তাইতো তোমায় এ জীবনে আপন হিসেবে জানি।
প্রেমের আগুনে জ্বলছি আমি
পুড়ে হব ছাই,
তোমায় ছাড়া ব্যর্থ আমি,
তুমি ছাড়া কিছু নাই।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Related Posts

প্রাণের নবী মায়ার নবী

প্রাণের নবী মায়ার নবী মোঃ রুহুল আমিন যিনি দিলেন সাগর নদী মাটির নিচে জল। প্রার্থনাতো তাহার কাছে করছি অনর্গল। সবার

ভালো থাকিস ভালোবাসা

কতো ভালোবাসি তোরে বুঝবি মরে গেলে, চোখের জলে খুঁজবি আমায় সকল কিছু ফেলে । সাদা কাপড় মুড়ে যখন রাখবে উঠোন

শান্তির আলয়

মুসলিম জাতির নিয়ামত ময় স্মারক কাবা শরীফ, হজ্বের সময় তাওয়াফ করে প্রভুর করছে তারিফ। কাবার ঘরটা শান্তির আলয় খোদার মুখের

রূপে ধার্মিক বেশ

রূপে ধার্মিক বেশ মোঃ রুহুল আমিন মুসলিম হলে মুমিন হওনি আশি বছর শেষ, সঠিক পাওনা দিতে চাওনা রূপে ধার্মিক বেশ।

Leave a Reply