পুড়ে হব ছাই

0

আজ আমি এসেছি তোমার দুয়ারে
প্রেমের জন্য ভিক্ষা চাই
ফিরিয়ে দিও না আমাকে।
আজ আমি বলতে চাই অতীতের কথা
দশটি বছর চেপে রেখেছি
বিরহের সব ব্যাথা।
অপেক্ষা আর ধৈর্য ধরে ছিলাম তোমার জন্য
তোমায় পেলে সুখী আমি, এ জীবন হবে ধন্য।
তোমার জন্য মনের মাঝে নতুন ঘর বেঁধেছি
স্বপ্নে আমি নদীর বুকে নৌকার মাঝি হয়েছি।
একবার বলো তুমি আমায় দিবে মন
তবেই আমি ফিরে পাবো অমূল্য ধন।
গভীর রাতে স্বপ্নে দেখি তোমার মুখখানি
তাইতো তোমায় এ জীবনে আপন হিসেবে জানি।
প্রেমের আগুনে জ্বলছি আমি
পুড়ে হব ছাই,
তোমায় ছাড়া ব্যর্থ আমি,
তুমি ছাড়া কিছু নাই।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

Leave a Reply