পুলিশ হোক জনতার
মোঃ রুহুল আমিন
=================
পুলিশ দেশের এক সাহসী
দক্ষ নির্ভীক সৈনিক,
নিরাপত্তা ও আইন শৃঙ্খলা
রক্ষায় লড়ে দৈনিক।
বঙ্গবন্ধুর …আহ্ববানে তাই
পুলিশ অস্ত্র ধরে,
প্রথম পুলিশ পাক বাহিনীর
উপর আঘাত করে।
স্বাধীনতার সেই… ভয়াল দিন
সবাই সোচ্চার ছিলো,
বাংলার পুলিশ ……..রক্তক্ষয়ী
যুদ্ধে জীবন দিলো।
পুলিশ দেশের আইন-কানুন
বজায় রাখতে সক্ষম,
দেশ বিদেশে……সুনাম রটে
তারা নয়তো অক্ষম।
পুলিশ নিরাপত্তা…. রক্ষায়
সর্বদা বাস্ত থাকে,
বহির্বিশ্বে দেশের…. উজ্জ্বল
ভাবমূর্তি ঠিক রাখে।
পুলিশ সন্ত্রাস দমন করছে
বুদ্ধিমত্তার সাথে,
আধুনিক সব গোলাবারুদ
আছে তাদের হাতে।
পুলিশ দেশের বিশেষ সংকট
কালে নিবিড় থাকে,
দেশের কাজে দেশ রক্ষায় যে
জীবন বাজি রাখে।
পুলিশ করুক দেশের সেবা
আদর্শের ওই গুণে,
জণগণের পাশে…… থাকুক
বিপদ আপদ শুনে।
মহান পোশাক গায়ে জড়ায়
রাখবে মানটা তবে,
বৈশ্বিক বিশ্বে বাংলার পুলিশ
সবার উর্ধ্বে রবে।
আরো দেখুন-
- প্রবন্ধ কিভাবে লিখতে হয়
- শর্করা জাতীয় খাবার বেশি খেলে কি হয়
- সেলিনা হোসেন এর জীবনী
- সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা
- বাংলা সাহিত্যের পঞ্চকবি