পেটুক – ভাস্কর পাল

0

পেটুক

  • ভাস্কর পাল

 

সকালের ব্রেকফাস্টে ঘি এ ভাজা লুচি চাই

সাথে গোটা ছয় জিলিপিও থাকা চাই,

মিহিদানা হলে সাথে মন্দ হয় না-

রকমারি মিঠাই তার, মনে আনে বায়না।

ঠাকুরের উপরতে সে বেজায় যায় চোটে,

যখন পায় না ডিম, সকালের ব্রেকফাস্টে।

সকালেতে দশটায় ব্যাগ হাতে ছোটে সে-

মাছ-মাংস-সবজি হরেক রকম কেনার তরে;

বাজারেতে গেলে পরে, ধরে রাখা যায় না-

রকমারি মাছ কেনে ইলিশ-কাতলা-চারাপোনা।

ব্যাগ ভড়ে ওঠে তার, মন তবু ভড়ে না-

পাড়লে সে কিনে ফেলে মস্ত পাঠা খানা।

বাড়ি ফিরে শোনা হয় রেডিওতে খবর-

সাথে খায় দু-গ্লাস মিছড়ির শরবত।

দুপুরেতে খায় সে এক থালা সাদা ভাত

সাথে থাকে বাটি ভরা তরকারি কত মাছ।

রকমারি মাছ ছাড়া মন তার ভরে না-

শেষ পাতে চাটনী না হলে চলে না।

তারপরে থাকে এক বাটি ক্ষীর রাখা

সাথে থাকে দশখানা তুলতুলে রসগোল্লা।।

খাওয়া শেষে বরাদ্দ এক খানা পান

বিকেলেতে খায় সে নানা রকম ফল।

রাতে আর সে তেমন বেশি কিছু খায় না-

গরম ভাত সাথে থাকে ঘি আর আলুভাজা।

ঘুমানোর পূর্বে পায়চারি করে সে-

তারপরে এক বাটি দই খেয়ে দৈনিক খাওয়া শেষ করে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রিয় বাংলাদেশ

দেশ দেশ দেশ নানান রঙের বেশ যার রূপের নাই শেষ সে যে আমার বাংলাদেশ।   ছয় ঋতু করে যায় খেলা

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

Leave a Reply