1
অপরাধ করার পরও
অপরাধী যতটুকু না শাস্তি পায়
কাউকে সত্যিকার ভালোবেসে
অধিক শাস্তি হয় পেয়ারীর রায়;
মানুষ তার প্রেমেই পড়ে বারবার
যে থাকে সাধ্যের বাইরে তোমার আমার।
1
অপরাধ করার পরও
অপরাধী যতটুকু না শাস্তি পায়
কাউকে সত্যিকার ভালোবেসে
অধিক শাস্তি হয় পেয়ারীর রায়;
মানুষ তার প্রেমেই পড়ে বারবার
যে থাকে সাধ্যের বাইরে তোমার আমার।
পরিচিত পর্বঃ সুজন চন্দ্র দাস( Sujan Chandra Das), ১২ এপ্রিল, ১৯৯৮ সালে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সলঙ্গা গ্রামের এক টি সাধারণ পরিবারে জন্ম । সেখানের স্নিগ্ধ ও কোমল প্রকৃতির পরিবেশে বেড়ে উঠা ।ছোটবেলা থেকেই গল্প, কবিতা, উপন্যাস প্রভৃতির প্রতি ভালো লাগা কাজ করা। লিখতে এবং পড়তে খুব ভালোবাসি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর লিখালেখির স্বপ্নগুলো হাতে ছুঁই ছুঁই এতোটাই কাছ থেকে দেখতে পাওয়া । বিভিন্ন দৈনিক পত্রিকা, জাতীয় পত্রিকা এবং অনলাইন জার্নালে প্রকাশিত হয়েছে অসংখ্য কবিতা। বেশ কয়েকটি ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছে কবিতা। ইতিমধ্যেই যৌথভাবে দুটি যৌথকাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে অধ্যয়নরত। বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছি। সাংবাদিকতার হাতেখড়ি হয় প্রবাসীর দিগন্ত নিউজের মাধ্যমে আর ভালোবাসা থেকে এখনো এখানে আছি। এসবি পুলক নামে অনেকের কাছে পরিচিত