0
ধর তোমার মা নেই, বাপ নেই তারপরও তোমাকে একজন ভালবাসে। তাহলে কি বুঝতে হবে? তোমার কোন দূর্বলতা আছে সে জন্য সে তোমাকে ভালবাসে। তাহলে? তোমাকে খুঁজে বের করতে হবে সে দূর্বলতাটা কি।যদি খুঁজে বের করতে না পার কখনই তাকে ভালবাসা উচিত হবেনা, কারন, সে তোমার সাথে প্রতারনা করতে পারে। আমি এমনই এক প্রতারকের স্বীকার।

0