0
আমি হয়তো ছোট্ট একটি ফুলের জন্য মারা যাব!
আমি হয়তো ছোট্ট একটি নদীর জন্য মারা যাব!
আমি হয়তো ছোট্ট একটি ঝর্ণার জন্য মারা যাব!
আমি হয়তো ছোট্ট একটি তারকার জন্য মারা যাব!
সবচেয়ে বেশি মারা যাব কি জন্য? তোমার জন্য। সেই তুমি কেন আমাকে ভালবাস?
তুমি যদি আমাকে ভাল না বাসতে তাহলে তো এত কথা উঠতনা!আজ আমাকে মরার কথা ভাবতে হয়! তুমি আর কাউকে ভালবেসোনা যাকে মরতে হয়!
তুমি শুধু ভেবো ‘এমন একজনকে ভালবেসেছিলাম যে আমার জন্য জীবন দিয়েছিল!কিন্তু সে তার জীবনের প্রতিদান পায়নি! ‘
0
অসাধারণ