0
পেটের দায়ে প্রবাসী আজ
স্বদেশ মায়া ছেড়ে,
সবার কথায় —দায়িত্ব যে
গেলো আরো বেড়ে।
প্রবাস থেকে টাকা পাঠাই
বাড়ি প্রতি মাসে,
সবার আশা মেটায় তবে
থাকি সবার পাশে।
আমি যেনো টাকার মেশিন
থাকে সবাই চেয়ে,
নিজের স্বপ্ন পূরণ করে
টাকাগুলো পেয়ে।
সকল স্বজন বেশ আনন্দে
আছে আমায় ঘিরে,
বলছে নাকো আসবে তুমি
আবার কবে ফিরে।
প্রবাসে আজ একলা কাটে
বছর গুলো যায়,
বলতো কেউবা এবার তবে
দেশে ফিরে আয়।
নাই তো জানা প্রবাস থেকে
ফিরবো কবে দেশে,
আসবো ফিরে স্বদেশে ভাই
প্রবাস জীবন শেষে।
0