0
নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত
ওহে মুসলিম গণে,
জীবন গড়ো হালাল পথে
রাখো প্রভুর সনে।
নামাজ যেনো হয়না বৃথাই
কপাল কালো করে,
কার ডাকেতে দিচ্ছো সাড়া
প্রভুর মসজিদ ঘরে।
নামাজ কভু হয়না কবুল
হারাম রুজি খেলে!
মুসলিম হয়ে করছো ভক্ষণ
সামনে যাহা পেলে।
পাক্কা মুসলিম সমাজ জাতি
তোমায় সবে মানে,
কেমন মুসলিম মানব তুমি
প্রভু কিন্তু জানে।
আযান শুনে নামাজ পড়ো
সারা জীবন ধরে,
ক্যামনে তবে সুদ ঘুষটা ও
খাচ্ছো মনটা ভরে।
মুসলিম তুমি হওনি মুমিন
স্বয়ং প্রভুর কাছে,
মুমিন ছাড়া জান্নাত ক্যামনে
পাবার আশা আছে।
0