প্রিয়তমা, আমি আর আগের মত হাসতে পারিনা।হাসলে আমার বুক কেমন জানি শিরশির করে ওঠে। আমার বুকের মাঝে কি এক যন্ত্রণা খেলে যায় আমি তার মর্ম বুঝতে পারিনা; আমার সারাক্ষণ মনে হয়, কে যেন আমাকে ডাকছে, কে যেন আমাকে ডাকছে। তুমি কি এর রহস্য আমাকে বলতে পার? নিশ্চয়ই বলতে পারবে, তানাহলে তুমি আমার কিসের প্রিয়তমা। তোমাকে বলেছিলাম কুয়ারঘাটে গেলে ভরা কলসী নিয়ে যাবে; ভরা কলসীতে পানি ভরলে সেটা আরও ভরা হয়।তুমি তখন আমার মনের কথা ভাল করে বুঝতে পারবে। তুমি বুঝতে পারবে, আমি কি বলতে চাইছি। তখন তুমি আমার এ প্রশ্নের উত্তর ভাল করে দিতে পারবে। তুমি যদি ভাব, এ প্রশ্নের উত্তর দিতে পারবেনা সেটা তোমার ভুল। প্রিয়তমারা সব পারে। তানাহলে বেহুলা লক্ষীন্দরের জীবন বাঁচিয়েছিল কেমন করে? তোমাকে জাস্ট একটু চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই দেখবে সব তর তর করে বেরিয়ে আসছে। তানাহলে তুমি আমার কিসের প্রিয়তমা? প্রিয়তমা’ যে সবসময় মন- ভোলা’ প্রিয়তমা হতে হয়।
প্রিয়তমা একবার হাসলে হাসতে হয় তিন বার।আমি হেসেছি দশবার। তাহলে তুমি পারবেনা কেন? অবশ্যই পারবে , তুমি যে আমার তুল্যধর প্রিয়তমা।
আরো পড়ুন-
- প্রবন্ধ লেখার নিয়ম
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- সয়া সসের উপকারিতা
- মালাউন শব্দের অর্থ কি?
- ইলেকট্রিক ওভেন ব্যবহারের নিয়ম
