0
প্রিয়তমা জানি এখন তুমি আমার কথা ভাবছ; ভাবছ আমার দিন কেমন যাচ্ছে।তুমি এ নিয়ে ভেবোনা, আমার দিন খুব ভাল যাচ্ছেঃ আমি সকালে উঠে ঘুম পাড়ি, হাত মুখ ধুই, তোমার কথা ভাবি, এরপর আবার তোমার কথা ভাবি -এভাবে আমার দিন যায়।তুমি একটুও আমার কথা ভেবোনা। আমার কথা ভাবলে বরং তোমার দিন খারাপ যাবে। তোমার দিন খারাপ গেলে আমার দিন খারাপ হয়ে যাবে। আমার দিন যদি খারাপ হয়ে যায় তুমি কেমন করে বাঁচবে?কাজেই সবসময় ভাববে, আমার দিন ভাল যাচ্ছে। তোমার একদিন খারাপ গেলে আমার একশ দিন খারাপ যাবে। আমার একশ দিন খারাপ গেলে তোমার খারাপ যাবে হাজার দিন। কাজেই তুমি সবসময় ভাববে, আমার দিন ভাল যাচ্ছে।
আরো পড়ুন-
- প্রবন্ধ লেখার নিয়ম
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- সয়া সসের উপকারিতা
- মালাউন শব্দের অর্থ কি?
- ইলেকট্রিক ওভেন ব্যবহারের নিয়ম
0