প্রিয়তমা

0

প্রিয়তমা জানি এখন তুমি আমার কথা ভাবছ; ভাবছ আমার দিন কেমন যাচ্ছে।তুমি এ নিয়ে ভেবোনা, আমার দিন খুব ভাল যাচ্ছেঃ আমি সকালে উঠে ঘুম পাড়ি, হাত মুখ ধুই, তোমার কথা ভাবি, এরপর আবার তোমার কথা ভাবি -এভাবে আমার দিন যায়।তুমি একটুও আমার কথা ভেবোনা। আমার কথা ভাবলে বরং তোমার দিন খারাপ যাবে। তোমার দিন খারাপ গেলে আমার দিন খারাপ হয়ে যাবে। আমার দিন যদি খারাপ হয়ে যায় তুমি কেমন করে বাঁচবে?কাজেই সবসময় ভাববে, আমার দিন ভাল যাচ্ছে। তোমার একদিন খারাপ গেলে আমার একশ দিন খারাপ যাবে।  আমার একশ দিন খারাপ গেলে  তোমার খারাপ যাবে হাজার দিন। কাজেই তুমি সবসময় ভাববে, আমার দিন ভাল যাচ্ছে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রিলেশন আফছানা খানম অথৈ

রিলেশন আফছানা খানম অথৈ আজকাল রিলেশন করাটা ফ্যাশনেরুপ নিয়েছে।আজকে আমরা আলোচনা করব কিভাবে বিবাহিতা বয়স্ক পুরুষেরা রিলেশনে জড়াচ্ছে। আজকাল আমরা

বাংলার বল

মাটি মানুষ--সুন্দরবন সাগর -নদী জল, আগমনি জেনে রেখো এটা বাংলার বল। দিক -দিগন্ত উড়াল দিবে পাবে নাকো ভয়, লড়াই করবে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

Leave a Reply