জানি তুমি এখন আর জানালার গ্রীল ধরে দাঁড়িয়ে থাকনা।জানালার গ্রীল ধরে দাঁড়িয়ে থাকতে তোমার ভাল লাগেনা। কেউ একজন তোমাকে বলেছে, “তুমি কেন জানালেন গ্রীল ধরে দাঁড়িয়ে থাক! ” তুমি আমাকে তার নাম বলঃ আমি এক্ষুণি জিজ্ঞেস করব।আমার প্রিয়া জানালার গ্রীল ধরে দাঁড়িয়ে থাকবে না কি করবে তার কি! আমার প্রিয়া যা ইচ্ছা তা করবে, তাকে এ কথা বলার অধিকার কে দিয়েছে! দাঁড়াও আজই পুলিশে নালিশ করছি।পুলিশ যদি কিছু না করে এর চেয়েও বড় ব্যবস্থা করার ব্যবস্থা আমার আছে। প্রিয়া’ কি করবে না নাকরবে তা নিয়ে তার মাথা ঘামানোর দরকার কি! প্রিয়া আমার দিনে চব্বিশ ঘণ্টা মাথায় তেল দিবে তাতে কি তার কিছু বলার দরকার আছে! তুমি শুধু একটু ধৈর্য্য ধর দেখ এর কেমন বিচার হয়।প্রিয়ার মনে যে কষ্ট দেয় তার ভার আল্লাও নেয়না।কারন আল্লা তো প্রথমে প্রিয়া’ সৃষ্টি করেছেন।
আজ এখানেই বিদায়, বাকী কথা পরে হবে। তুমি শুধু একটু মন দিয়ে পড়াশোনা কোরো।