প্রিয় বাংলাদেশ

0

দেশ দেশ দেশ

নানান রঙের বেশ

যার রূপের নাই শেষ

সে যে আমার বাংলাদেশ।

 

ছয় ঋতু করে যায় খেলা

দিনশেষে নেমে আসে নতুন বেলা

যার মাঝে আছে সবুজ অরণ্য

পৃথিবীর বুকে যে হয় বরণ্য।

 

সে যে আমার স্বদেশ

সে যে আমার বাংলাদেশ।

 

যার বুকে আছে ১৬ কোটি প্রাণ

যেখান থেকে আসে সোনার মাটির ঘ্রান

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক

সাদা কালো নিয়ে, আমরা করিনা ভেদাভেদ

 

যেখানে আছে নদী তেরশত

আছে সবুজ শ্যামল মাঠ আছে আরো কত

যেখানে আলাদা করে, নেই কোন প্রদেশ

সেটাই আমার প্রিয় বাংলাদেশ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Ajharul Islam Talha

Author: Ajharul Islam Talha

আমি আজহারুল ইসলাম তালহা। আমি একজন ছাত্র।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

কবিতা কানপড়া আফছানা খানম অথৈ

#কবিতা কানপড়া আফছানা খানম অথৈ যাও বুড়ি চলে যা যেদিকে দুচোখ যা, তুই একটা নষ্টা বউকে দেস কষ্টা। তোর জ্বালা

Leave a Reply