0
প্রেমে পড়ার অনুভূতিটা দারুণ| যে প্রেমে পড়ে তার কাছে পৃথিবীর সবকিছুই ভালো লাগে| তবে সমস্যা হয়ে দাঁড়ায় যখন প্রিয় মানুষটিকে বলার সিদ্ধান্ত নেওয়া হয়| রাজি হবে কী না তা ভেবে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে |
“যদি বলতে পারা একান্তই কঠিন হয় তাহলে তাকে ভালোবাসা অনুভব করাতে হবে | তার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিতে হবে “, ঋতু প্রভাকে বলল |
প্রভা ও ঋতু দুই বান্ধবী | ঋতুদের ছায়াঘেরা ব্য়ালকনিতে দুইজন বসে আছে | প্রভা একটি ছেলেকে পছন্দ করে কিন্তু বলতে পারছে না | এই নিয়ে দুইজনের কথা হচ্ছে | ঋতুর কথাগুলো সাধারণ হলেও প্রভার ভালো লাগলো কিন্তু সিদ্ধান্ত নিল তার ভালোবাসার কথা বলবে |
যখন প্রভা ছেলেটিকে তার মনের কথা বলল তখন ছেলেটি অবাক হয়ে গেল |
0
চমৎকার। অভিনন্দন। চর্চা চালিয়ে যান।