প্রেমপ্রকাশ

play icon Listen to this article
0
প্রেমে পড়ার অনুভূতিটা দারুণ| যে প্রেমে পড়ে তার কাছে পৃথিবীর সবকিছুই ভালো লাগে| তবে সমস্যা হয়ে দাঁড়ায় যখন প্রিয় মানুষটিকে বলার সিদ্ধান্ত নেওয়া হয়| রাজি হবে কী না তা ভেবে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে |

“যদি বলতে পারা একান্তই কঠিন হয় তাহলে তাকে ভালোবাসা অনুভব করাতে হবে | তার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিতে হবে “,  ঋতু প্রভাকে বলল |

প্রভা ও ঋতু দুই বান্ধবী | ঋতুদের ছায়াঘেরা ব্য়ালকনিতে  দুইজন বসে আছে | প্রভা একটি ছেলেকে পছন্দ করে কিন্তু বলতে পারছে না | এই নিয়ে দুইজনের কথা হচ্ছে | ঋতুর কথাগুলো সাধারণ হলেও প্রভার ভালো লাগলো কিন্তু সিদ্ধান্ত নিল তার ভালোবাসার কথা বলবে |

যখন প্রভা ছেলেটিকে তার মনের কথা বলল তখন ছেলেটি অবাক হয়ে গেল |

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Aria Ari

Author: Aria Ari

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি -৪ (প্রেমের কবিতা)

যদি দেখ সূর্যটা পূর্ব আকাশ ছেড়ে পশ্চিম আকাশে উঠেছে তাহলে কেমন লাগবে?  তোমার অনেক খারাপ লাগবে। কেন? তোমার শুধু মনে

ওগো মোর তন্বী তনুলতা বহ্নিআঁখি

আমার মৃত্যুর পর' তুমি কি করবে?  শুধু কাঁদবে, অঝোর ধারায় কাঁদবে, তোমার শুধু মনে হবে, আমার মত কেউ নেই। না,না

বাবা- ৭ (বিবিধ কবিতা)

বাবার কথা ফেলতে নেই, বাবার কথা ফেললে অমঙ্গল হয়।আজ আমি বাবার একটি কথা ফেললাম, আজ আমার জীবনে অন্ধকার নেমে এসেছে।বাবা

ফুল – ৮

এই যে দেখ ফুল সে হাসছে আর হাসছে। হাসছে আর বলছে, "তুমি কবে আমার হবে, তুমি কবে আমার হবে?"  আসলে

One Reply to “প্রেমপ্রকাশ”

Leave a Reply