0
তুমি আজ আমাকে একটি কথা দাও চিরদিন তুমি আমার থাকবে। না, না আমি কোনদিনই তোমার ছিলামনা।তাহলে সেদিন বললে যে তুমি আমার? সে ছিল আমার সালতাতামি।দেখতে চেয়েছি তুমি কি বল।তাহলে সবই তোমার অভিনয়? হ্যাঁ, সবই অভিনয়। এ অভিনয় করলে কেন? এ অভিনয় না করলে যে তুমি আমাকে মনে গাঁথবেনা।আমি কি তোমাকে কোনদিন মনে গাঁথিনি? গেঁথেছ, যেটুকু গেঁথেছ সে তোমার মহানুভবতা। আমি এ মহানুভবতা নিয়েই বাঁচতে চাই। তাহলে তুমি আমাকে ভালবাস, এত বেশি ভালবাস যে ভালবাসার কোন শেষ নাই। এ ভালবাসা কেন আগে দিলেনা! আগে দিলে তো অনেক আগেই আমি তোমার প্রেমে মরে যেতাম।

0